অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে টিম ভারত। লোকেশ রাহুল এবং বিরাট কোহলির অর্ধশতকের জুটিতে ২৪০ রানের লড়াইয়ের পুঁজি পেয়েছে ভারত। টার্গেট তাড়া করতে নেমে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির বোলিং তোপের মুখে পরে অস্ট্রেলিয়া, মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারায় অজিরা। কিন্তু জোয়ারের বিপরীতে অস্ট্রেলিয়ার ত্রাতা হয়ে ওঠেন ওপেনার ট্র্যাভিস হেড। বাঁহাতি ওপেনারের অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয় পান।

১৯ নভেম্বর, রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই একটা উইকেট পেতে পারত ভারত। ডেভিড ওয়ার্নার ব্যাট করায় জাসপ্রিত বুমরাহ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে চলে যায়। ক্যাচের পর বল পিছলে গেলেও বিরাট কোহলি বা শুভমান গিল কেউই তা ধরার চেষ্টা করেননি।

প্রথম বলেই চার রান পায় অস্ট্রেলিয়া। প্রথম বলেই জীবন পেলেও ওয়ার্নারকে আর ইনিংস বাড়াতে দেননি মোহাম্মদ শামি। পরবর্তীতে মিচেল মার্শও বড় কোন স্কোর গড়তে পারেন নি। ট্র্যাভিস হেড ও ল্যাবুশেনে দুর্দন্ত জুটিতে ২০২৩ বিশ্বকাপ জয়ী দলে নাম লিখান টিম অস্ট্রেলিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।

  • ভারত: ২৪০/১০ (৫০ ওভার)
  • অস্ট্রেলিয়া: ২৪১/৪ (৪৩ ওভার)
  • অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Scroll to Top