Ban vs Sa: হেড টু হেড পরিসংখ্যানে কোন দল এগিয়ে – টেস্ট, টি২০, ওডিআই

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা বেশ পুরনো। টেস্ট, টি২০ এবং ওডিআই ফরম্যাটে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে বহুবার। পরিসংখ্যান বিচার করলে দেখা যায় এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বেশ খানিকটা এগিয়ে রয়েছে। কয়েকদিন আগেই বাংলাদেশ দল ভারতের সাথে সিরিজ খেলা শেষ করেছেন। সেখানে টিম টাইগারদের বাজেভাবে হার শিকার করতে হয়। ভারত সফরে দুই টেস্ট এবং তিনটি টি২০ ম্যাচ খেলা হয়। এখন আবার টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল। তাই খেলা শুরু আগে আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার (টেস্ট, টি২০ এবং ওডিআই) পরিসংখ্যান অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে।

চালতি মাসের ২১-২৫ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু হবে সিরিজের ১ম টেস্ট। ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি জি-টিভি এবং টি-স্পোর্টস চ্যানেলে সম্প্রচার করা হবে। সিরিজের ২য় টেস্ট শুরু হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯-০২ নভেম্বর সকাল ১০টা থেকে।

টেস্ট ক্রিকেটে হেড টু হেড পরিসংখ্যান

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছে ১৪ বার। তার মধ্যে বাংলাদেশ দল একটি ম্যাচেও জয় লাভ করতে সক্ষম হয়নি। বাংলাদেশের জয়ের অনুপাত ০% । অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জয় লাভ করে ১৪ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার জয়ের অনুপাত ৮৫.৭১%। এছাড়াও দুইটি ম্যাচ ড্র হয়েছে। ড্র এর হার ১৪.২৯%। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ক্রিকেটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ২০০২ সালের ২৪ অক্টোবর। সেখানে ১৬০ রানে ইনিংস ব্যাবধানে জয় পায় সাউথ আফ্রিকা। সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৮ এপ্রিল সেখানেই ৩৩২ রানে জয় পায় প্রোটিয়ারা।

পরিসংখ্যানতথ্য
মোট ম্যাচ সংখ্যা১৪
বাংলাদেশের জয়ের সংখ্যা
বাংলাদেশের জয়ের হার০%
দক্ষিণ আফ্রিকার জয়ের সংখ্যা১২
দক্ষিণ আফ্রিকার জয়ের হার৮৫.৭১%
ড্র ম্যাচের সংখ্যা
ড্র ম্যাচের হার১৪.২৯%
প্রথম ম্যাচ২৪ অক্টোবর, ২০০২ (দক্ষিণ আফ্রিকা জয়, ইনিংস ও ১৬০ রানে)
সর্বশেষ ম্যাচ৮ এপ্রিল, ২০২২ (দক্ষিণ আফ্রিকা জয়, ৩৩২ রানে)

বাংলাদেশ বনাম ভারত হেড টু হেড পরিসংখ্যান – টি২০, ওডিআই, টেস্ট

ওডিআই ক্রিকেটে হেড টু হেড পরিসংখ্যান

বর্তমান সময়ে বাংলাদেশ দল ওডিআই ফরম্যাটে তুলনামূলকভাবে অনেক ভালো করছে। টাইগারদের সবচেয়ে প্রিয় ফরম্যাট হলো ওয়ানডে বা ওডিআই। বিশেষ করে ২০১৫ থেকে ২০২২ সালের সিরিজগুলোতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অনেক ভালো অবস্থানে। ওয়ানডে ফরম্যাটে হেড টু হেড মুখোমুখি হয়েছে ২৫ বার তার মধ্যে দক্ষিণ আফ্রিকা জয় লাভ করেছে ১৯ ম্যাচে। জয়ের অনুপাত ৭৬%। বিপরীতে বাংলাদেশ দল জিতেছে ৬ ম্যাচে। বাংলাদেশের জয়ের অনুপাত ২৪%। ৫০ ওভারের এই ফরম্যাটে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ৩১ মে। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে। সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের ২৪ অক্টোবর। সেখানে টিম টাইগাররা ১৪৯ রানে পরাজিত হয়।

পরিসংখ্যানতথ্য
মোট ম্যাচ সংখ্যা২৫
দক্ষিণ আফ্রিকার জয়ের সংখ্যা১৯
দক্ষিণ আফ্রিকার জয়ের অনুপাত৭৬%
বাংলাদেশের জয়ের সংখ্যা
বাংলাদেশের জয়ের অনুপাত২৪%
প্রথম ম্যাচ৩১ মে, ১৯৯৯ (দক্ষিণ আফ্রিকা জয়, ১০ উইকেটে)
সর্বশেষ ম্যাচ২৪ অক্টোবর, ২০২৩ (দক্ষিণ আফ্রিকা জয়, ১৪৯ রানে)

আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যান, রেকর্ড, লাইভ

টি২০ ক্রিকেটে হেড টু হেড পরিসংখ্যান

টি২০ ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এই ফরম্যাটে বাংলাদেশ দল বেশি সাফল্য পেতে দেখা যায়নি। ক্রিকেট ভক্তদের সবচেয়ে পছন্দের ফরম্যাট হল টি২০। ২০ ওভারের খেলায় উত্তেজনা থাকে অনেক বেশি। বাংলাদেশে বনাম দক্ষিণ আফ্রিকার টি২০ ফরম্যাটে হেড টু হেড মুখোমুখি হয়ে মোট ৯ বার তার মধ্যে ৯টিতেই দক্ষিণ আফ্রিকার জয় পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ দল প্রটিয়াদের বিপক্ষে টি২০ ম্যাচে একটিতেও জয় লাভ করতে পারে নি। সাইথ আফ্রিকার জয় হার ১০০%। টি২০ ফরম্যাটে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালের ১ আগস্ট। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছিল। সর্বশেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১০ জুন ২০২৪। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয় লাভ করেছে। দক্ষিণ আফ্রিকা সাধারণত বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে।

পরিসংখ্যানতথ্য
মোট ম্যাচ সংখ্যা
দক্ষিণ আফ্রিকার জয়ের সংখ্যা
দক্ষিণ আফ্রিকার জয়ের হার১০০%
বাংলাদেশের জয়ের সংখ্যা
বাংলাদেশের জয়ের হার০%
প্রথম ম্যাচ১ আগস্ট, ২০০৭ (দক্ষিণ আফ্রিকা জয়, ৭ উইকেটে)
সর্বশেষ ম্যাচ১০ জুন ২০২৪ (দক্ষিণ আফ্রিকার জয়, ৪ রানে)

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ

Scroll to Top