চেন্নাইয়ের মাঠে CSK বনাম SRH – কে এগিয়ে, কে পেছিয়ে?

চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দরাবাদ দুই দলই এবারের আইপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই। টেবিলের নিচের দিকেই ঘোরাফেরা করছে তারা। তবে ২৫ এপ্রিল, শুক্রবার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যখন মুখোমুখি হবে দুই দল তখন তাদের লক্ষ্য একটাই জয়ের রাস্তায় ফিরতে হবে। সেই সাথে পয়েন্ট টেবিলের ওপরে উঠতে হবে।

চেন্নাইয়ের কথা যদি বলি মাহেন্দ্র সিং ধোনির দলটা এবারের আসরে ছয়টা ম্যাচে হেরেছে! সবচেয়ে সাম্প্রতিক হারটা এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওই ম্যাচে ১৭৩ রান করেও জেতা যায়নি। ৯ উইকেটে হেরে মাঠ ছেড়েছে সিএসকে।

google Newsgoogle News

অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদও একই দুঃখে আছে। তারাও টানা দুই ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরেছে। সবশেষ হোম ম্যাচে ১৪৩ রান করে, হেরেছে ৭ উইকেটে।

দুই দল আবার মুখোমুখি হচ্ছে আইপিএলের ইতিহাসে ২২তম বার। এই হবে তাদের ষষ্ঠ লড়াই। যেহেতু দুই দলই পুরোনো চ্যাম্পিয়ন তাই তারা ভালোভাবেই জানে একটা জয় কীভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।

CSK বনাম SRH পরিসংখ্যান

 

  • মোট ম্যাচ: ২১টি
  • চেন্নাই সুপার কিংস জিতেছে: ১৫টি
  • সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে: ৬টি
পরিসংখ্যানচেন্নাই সুপার কিংস (CSK)সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
ব্যাটিংয়ে প্রথমে জিতে৬ বার২ বার
রান তাড়া করে জিতে৯ বার৪ বার
সর্বোচ্চ সংগ্রহ২২৩ রান১৯২ রান
সর্বনিম্ন সংগ্রহ১৩২ রান১৩৪ রান
সর্বোচ্চ সফল রান তাড়া১৮০ রান১৮৯ রান
সর্বনিম্ন রক্ষা করা সংগ্রহ১৬৭ রান১৬৪ রান

Chidambaram স্ট্রেডিয়ামের পরিসংখ্যান কি বলে

পরিসংখ্যানচেন্নাই সুপার কিংস (CSK)সানরাইজার্স হায়দরাবাদ (SRH)
মোট ম্যাচ৫টি৫টি
জয়৫টি০টি
হার০টি৫টি
ব্যাটিংয়ে প্রথমে জিতে২ বার০ বার
রান তাড়া করে জিতে৩ বার০ বার
সর্বোচ্চ সংগ্রহ২১২/৩ (২০২৪)১৭৫/৩ (২০১৯)
সর্বনিম্ন সংগ্রহ১৪৬/৮ (২০১৩)১৩৪ অলআউট (২০২৪)
সফলতম রান তাড়া১৭৬/৪ (২০১৯)
সর্বনিম্ন রক্ষা করা রান২০৯/৪ (২০১৫)

টেলিটক রিচার্জ অফার: ১০% মূল্য সমন্বয়

Scroll to Top