ক্রিকেটে নতুন নিয়ম আনলো আইসিসি (ভয়ঙ্কর নিয়ম)

সময়মতো ব্যাটিং শুরু না করায় বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারত যখন ব্যাট করতে নামে তখন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইম আউট হয়েছিল। এই নিয়ে নানাভাবে সমালোচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খেলার মাঠে সময়কে বেশি প্রাধান্য দিচ্ছে। এ কারণে মাঠে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে তারা আরেকটি নতুন নিয়ম গ্রহণ করেছে।

আইসিসি ব্যাটসম্যানদের পাশাপাশি ফিল্ডিং দলের জন্য আগে থেকেই সময় নির্ধারণ করেছে। যদি কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারে, তাহলে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সেই দলকে ধীরগতির ওভাররেট দিয়ে শাস্তি দেয়। এ ক্ষেত্রে ওভার প্রতি ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়।

এবার ফিল্ডিং দলের জন্য আরেকটি নতুন নিয়ম করেছে আইসিসি। সময়ের অপচয় ঠেকাতে মাঠে স্টপওয়াচ বসানো হবে

সাধারণত ঘড়িটি ব্যবহার করা হবে ম্যাচ চলাকালীন সময় নির্ণয়ের জন্য। একটি ওভার শেষ হওয়ার পর বোলাররা কতটা সময় নতুন ওভার শুরু করেন তা ঘড়ির কাঁটা হিসাব রাখবে। একটি ওভার শেষ হলে, ফিল্ডিং দলকে আইসিসি কর্তৃক নির্ধারিত ঘড়ির ১ মিনিটের মধ্যে পরের ওভারটি শুরু করতে হবে।

তবে, আপনি যদি এক মিনিটের মধ্যে একটি নতুন ওভার শুরু করতে ব্যর্থ হন তবে আপনাকে শাস্তি দেওয়া হবে না। কিন্তু যদি ফিল্ডিং দল ১ মিনিটের মধ্যে একই ইনিংসে তিনবার নতুন ওভার শুরু করতে ব্যর্থ হলে, ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করা হবে। সেক্ষেত্রে ব্যাটিং করা দলের স্কোরবোর্ডে যোগ হবে ৫ রান।

আগামী ডিসেম্বর থেকে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ম ব্যবহার করা হবে। যদিও তা এখনই স্থায়ীভাবে কার্যকর করা হচ্ছে না। এপ্রিল, ২০২৪ সাল পর্যন্ত পরীক্ষামূলক ভিত্তিতে এই নিয়ম চালু করা হচ্ছে।

 

(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)

Scroll to Top