দুর্দান্ত ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের সময়সূচী, লাইভ, স্কোয়াট

বিপিএলে ৫তম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ (বিপিএল)। ইতিমধ্যেই বিপিএল খেলা জমে উঠতে শুরু করেছে।

দুর্দান্ত ঢাকা এরই মধ্যে বিপিএল খেলায় জয়ের খাতা খুলেছে। গত ম্যাচে কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত ঢাকা অসাধারণ এক জয় তুলে নিয়েছে। তাদের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জয় লাভ করে, জয়ের পর বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে অবস্থান করছে। এবারে ঢাকা দলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক হোসেন সৈকত অন্যদিকে চট্টগ্রামের হয়ে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম।

এখন পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের দুই ম্যাচ খেলা সম্পন্ন হয়েছে, এর মধ্যে একটি ম্যাচ জয় পেয়েছে এবং অন্য একটি ম্যাচে পরাজয় বরণ করেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে বিপিএলে জয়ের খাতা খুলেছে। কার্টিস ক্যাম্পার, মুহাম্মদ হারিসের মতো বিখ্যাত কিছু খেলোয়ার।

ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের সময়সূচী

ম্যাচ: দুর্দান্ত ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ৫ তম ম্যাচ, বিপিএল ২০২৪

তারিখ: সোমবার ২২ জানুয়ারি ২০২৪

সময়: দুপুর ১টা ৩০মিনিট

ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

ঢাকা বনাম চট্টগ্রাম লাইভ

টিভিতে দুর্দান্ত ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সরাসরি সম্প্রচার করা হবে। এবার জানিয়ে দিবো কোন দুটি চ্যানেলে লাইভ বিপিএল খেলা সম্প্রচার কার হবে। সেগুলো দেশীয় চ্যানেল জি টিভি এবং টি স্পোর্টস। শুধু টিভিতেই দেখা যাবে না। বিভিন্ন অ্যাপের মাধ্যমেই এবারের বিপিএল লাইভ খেলা দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কোন অ্যাপের মাধ্যমে খেলা দেখা যাবে। নিচে আপনাদের সুবিধারত্বে কয়েকটি অ্যাপসের নাম দিয়ে দেওয়া হলো।

  • G TV Live sports
  • Live Sports HD Tv
  • Yahoo Sports
  • Daraz App
  • ZEE5
  • SonyLiv

আজকের বিপিএল খেলা ২০২৪

দুর্দান্ত ঢাকা বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের স্কোয়াট

দুর্দান্ত ঢাকা : তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, ইরফান শুকুর, আলাউদ্দিন বাবু, মেহরাব হাসান, নাইম শেখ, মোঃ সাব্বির হোসেন, জসীমউদ্দিন, জনাব চথুরাঙ্গা দে সিলভা পিন্নাডুয়াগে, জনাব সাইম আইয়ুব, জনাব উসমান কাদির, লাহিরু সমরকুন, সাদিরা রাশেন সামারবিক্রম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, স্টিফেন এস্কিনাজি, কার্টিস ক্যাম্পার, শৈকত আলী, তানজিদ হাসান তামিম, ইমরানুজ্জামান, আলামিন হোসেন, বিলাল খান, সালাউদ্দিন শাকিল, শাহাদাত হোসেন দিপু।

 

খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজখেলাটুডে ফেসবুক পেজ