ইউরো কাপ ২০২৪: আগামী বছর ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়ন লীগ। ২০০৬ ফুটবল বিশ্বকাপের পর সবথেকে বড় প্রতিযোগীতার আয়োজকে দেশ তারা। জার্মানির ১০টি শহরে অনুষ্ঠিত হবে ইউরো কাপ।
ইউরো কাপ জার্মানিতে হওয়ার সরাসরি স্বাগতিক দল হিসেবে ২৪ দলের মধ্যে তার অবস্থান আগেই নিশ্চিত হয়েছে। তাছাড়া বাকি ২৩ দলের মধ্যে ২০টি দল তাদের যোগ্যতার প্রমাণ দিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। বাকি তিনটি দল খেলবে প্লে-অফ।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বচ্ছো স্কোর কত?
আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ (১৪ জুন) দিয়ে ইউরো কাপ শুরু হবে। ১৪ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। শনিবার রাতে জার্মানির হামবুর্গে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ‘গ্রুপ অফ ডেথ’-এ পড়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বর্তমানে শিরোপা ধরে রাখা তাদের মূল চ্যালেঞ্জিং। বি গ্রুপে ইতালির সঙ্গে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
এক নজরে দেখে নিন ইউরো কাপে কে কোন গ্রুপে
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড এবং হাঙ্গেরি
গ্রুপ বি: স্পেন, ইতালি ক্রোয়েশিয়া এবং আলবানিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া এবং সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং প্লে অফ জয়ী ‘এ’
গ্রুপ ই: বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া এবং প্লে অফ জয়ী ‘বি’
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং প্লে অফ জয়ী ‘সি’
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।