Honor Magic 7 Lite ফোনটি খুব শীঘ্রই লঞ্চ হতে পারে বলে জানা যায় এক তথ্যসূত্রে। গত অক্টোবার মাসে হোনোর কোম্পানির দুইটি ফোন এক সাথে লঞ্চ করেছে, ফোন দুটি হলো Honor Magic 7 ও Honor Magic 7 Pro। বাজারে বেশ সারা ফেলেছে ফোন দুটি। তাই ক্রেতারদের কথা মাথায় রেখে কোম্পানিটি Honor Magic 7 Lite লঞ্চ করার কথা ভাবছে বলে জানা যায়। ইতিমধ্যে ফোনটির ডিজাইন (লিক) এবং কালার দুই হবে একটি পিংক এবং অপরটি গ্রে। এছাড়াও ফোনটিতে থাকছে বিশাল ব্যাটারি 6600mAh চলুন এক নজরে স্পেসিফিকেশন দেখে নেই।
বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
Honor Magic 7 Lite ফুল স্পেসিফিকেশন
- ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি। এমোলেট ডিসপ্লে। ২৭০০×১২২৪ পিক্সেলস। ১২০ হার্জ রিফ্রেশ রেট।
- প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট।
- র্যাম: ৮ জিবি
- স্টোরেজ: ৫১২ জিবি
- ব্যাটারি: ৬৬০০ এমএএইচ
- ক্যামেরা: মেইন ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
- সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
- ফিংগারপ্রিন্ট: আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টথ।
- দাম: এখনও প্রকাশ করা হয়নি।
জানিয়ে রাখি, Honor Magic 7 Lite ফোনটি এখনও বাজারে লঞ্চ করা হয়নি। সেজন্য আপনাদের মাঝে ফোনটি দাম সেরা করা সম্ভব হয় নাই। তবে আমাদের ওয়েবসাইট সব সময় প্রস্তুত থাকবে। আপনাদের সঠিক তথ্যটি প্রদান করা জন্য। ফোনটি দামের বিষয়ে তথ্য কিছু দিনের মধ্যে প্রকাশ করা হবে।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ