অ্যাপল নাকি এবার আইফোন ১৭ আল্ট্রা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে! কিন্তু এটা নতুন কিছু না এর আগেও এমন গুঞ্জন আমরা শুনেছি অন্তত এক দুবার। যখন আইফোন ১৫ আর আইফোন ১৬ বাজারে আসার কথা ছিল। তখনও শোনা গিয়েছিল যে ‘আল্ট্রা’ হয়তো ‘প্রো ম্যাক্স’ এর জায়গা নেবে বা তার থেকেও উপরে থাকবে। এখন আবার সেই কথাই ঘুরেফিরে আসছে।
নাভার ব্লগের এক প্রতিবেদনে বলা হয়েছে, iPhone 17 Ultra সরাসরি প্রো ম্যাক্সকে রিপ্লেস করবে। এই তথ্য এসেছে সরবরাহ চেইন বিশ্লেষণ থেকে বলা হয়েছে, অ্যাপল নতুন কিছু দারুণ হার্ডওয়্যার নিয়ে আসার পরিকল্পনা করছে। উদাহরণস্বরূপ এই ‘আল্ট্রা’ মডেলে ছোট ডায়নামিক আইল্যান্ড থাকতে পারে। তবে সরবরাহ চেইনের তথ্য অনুযায়ী, অ্যাপল যে পরিমাণ অর্ডার দিয়েছে তা শুধু ‘প্রো’ আর ‘আল্ট্রা’ দুই মডেলের জন্যই যথেষ্ট নয়।
iQOO Neo 10R – বাজেট গেমিং ফোনের নতুন রাজা?
আরও বলা হয়েছে আইফোন ১৭ আল্ট্রাতে একমাত্র ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। এছাড়াও এতে আগের বছরের প্রো ম্যাক্সের চেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। তাই ফোনটা আগের তুলনায় কিছুটা মোটা হতে পারে।
এটা শুনে কিছু মানুষ হয়তো একটু সংশয়ে পড়তে পারেন। কিন্তু মনে রাখতে হবে অ্যাপল আগেও তার পণ্যের নামের শেষে ‘আল্ট্রা’ ব্যবহার করেছে। যেমন, অ্যাপল ওয়াচ আল্ট্রা বা এম৩ আল্ট্রা চিপ। আর যদি তারা সত্যিই আইফোনের জন্য ‘আল্ট্রা’ সংস্করণ নিয়ে আসে তাহলে দামও বাড়ানোর ভালো একটা সুযোগ পাবে। যেটা অ্যাপলের লাভের মার্জিনও বাড়িয়ে দেবে।
তবে এসব তথ্য কতটা সঠিক, সেটা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। সময়ের সাথে সাথে আরও আপডেট আসবে।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ