ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতরো আহত লাহিরু থিরিমানে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। লরিটি শ্রীলঙ্কান ক্রিকেটারের গাড়িকে ধাক্কা দেয়। ওই গাড়িতে আরও তিনজন ছিলেন। চারজনই হাসপাতালে ভর্তি। সেই সঙ্গে ওই লরির চালক ও আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার অনুরাধাপুরায়। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৭.৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান শেষবার দেশের হয়ে ২০২২ সালে খেলেছিলেন। লাহিরু কিংবদন্তি ক্রিকেট ট্রফি খেলছিলেন। খেলছিলেন নিউইয়র্ক সুপার স্ট্রাইকার্সের হয়ে।
সুপার স্ট্রাইকার্স জানিয়েছে, লাহিরু এবং তার পরিবার একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা একটি মন্দিরে যাচ্ছিলেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন ভালো আছে। আপাতত লাহিরু ও তার পরিবারের সুস্থ হতে সময় লাগবে। তাদের জন্য দোয়া করবেন।
PRAY FOR THIRIMANNE ????
Former Sri Lankan Cricketer Lahiru Thirimanne was hospitalized after a tragic road accident in Thrippane, Anuradhapura ???????? pic.twitter.com/PVrzI0DlZm— Naimat Baloch (@BalouchSar72714) March 14, 2024
প্রাক্তন ক্রিকেটার লাহিরু ২০১০ সালে শ্রীলঙ্কার হয়ে প্রথম অভিষেক হয়। তিনি ৪৪ টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । টেস্টে তিনি ২০৮৮ রান করেন। টি-টোয়েন্টিতে ২৯১ রান করেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
অন্যদিকে ২০২২ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্ত একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতরো আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মাথা, পিঠ এবং হাঁটুতে খুব আঘাত পান। এই করণে এতদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। ২০২৪ সালের আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। আইপিএল খেলবেন।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।