৭০০০mAh ব্যাটারি? Oppo এবার খেল দেখাবে!

Oppo K13 খুব শিগগিরই ভারতের বাজারে আসছে। আমরা এখন নিশ্চিতভাবে জানি, এটি ২১ এপ্রিল লঞ্চ হচ্ছে। এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারও সামনে এসেছে। ফোনটিতে থাকবে দারুণ এক বিশাল ব্যাটারি আর নতুন প্রজন্মের কোয়ালকম প্রসেসর, যার চার্জিং স্পিডও বেশ দ্রুত।

google Newsgoogle News

এই ফোনে থাকবে ৭,০০০mAh ব্যাটারি। এখন পর্যন্ত যেকোনো Oppo ফোনের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত ভালোভাবে চলবে। মানে এতদিন পরেও ব্যাটারির ক্ষমতার অন্তত ৮০% ধরে রাখবে।

Oppo K13
Oppo K13 performance (image: oppo official website)

চার্জিংয়ের দিক থেকেও ফোনটি পিছিয়ে নেই। এখানে থাকবে ৮০W SuperVOOC ফাস্ট চার্জিং। আগের মডেল K12 তে ১০০W চার্জিং ছিল। কিন্তু সেখানকার ব্যাটারি ছিল ৫৫০০mAh। তাই অনেকে বলছেন চার্জিং স্পিড একটু কম হলেও, বেশি ক্যাপাসিটির ব্যাটারি অনেক বেশি লাভজনক।

Oppo জানিয়েছে এই ফোনে থাকবে Snapdragon 6 Gen 4 চিপসেট। এটা হলো ৪nm প্রযুক্তিতে তৈরি ARMv9 CPU কোর সহ প্রথম ৬-সিরিজের চিপ। এর সঙ্গে ৮GB RAM এবং ২৫৬GB স্টোরেজও থাকবে। যা দারুণ পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।

ফ্লিপকার্টের এক পেজ অনুযায়ী এই ব্যাটারিতে আপনি একটানা প্রায় ১০.৩ ঘণ্টা গেম খেলতে পারবেন, ১৫.১ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন বা ১১.৬ ঘণ্টা নেভিগেশন চালাতে পারবেন। আর মাত্র ৩০ মিনিটেই ব্যাটারির ৬২% চার্জ হয়ে যাবে।

Oppo K13
image: oppo official website

ডিসপ্লের দিক থেকেও চমক আছে। ফোনটিতে থাকবে ৬.৬৭ ইঞ্চির একটি ফ্ল্যাট OLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০Hz এবং রেজোলিউশন ১০৮০p+। স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস হবে ১,২০০ নিট, আর পুরো DCI-P3 কালার রেঞ্জ কভার করবে। সঙ্গে আছে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর স্প্ল্যাশ টাচ। যেটা দিয়ে বৃষ্টির মধ্যেও ফোন ব্যবহার করা যাবে।

পিছনে থাকবে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, স্টেরিও স্পিকার, আর IR ব্লাস্টার যেটা দিয়ে আপনি টিভিও কন্ট্রোল করতে পারবেন। চিপসেটের তাপ নিয়ন্ত্রণে থাকবে গ্রাফাইট শিট আর ভ্যাপার চেম্বার, যা ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

ফোনটি দুটি রঙে আসবে – আইসি পার্পল আর প্রিজম ব্ল্যাক

বিশ্বের শক্তিশালী দেশের তালিকা 2025

Scroll to Top