Redmi A5 এখন বাংলাদেশে অফলাইন মার্কেট থেকে কেনা যাচ্ছে বলে মনে হচ্ছে। যদিও Redmi এখনও আনুষ্ঠানিকভাবে ফোনটি লঞ্চের ব্যাপারে ঘোষণা দেয়নি। তবে সোশ্যাল মিডিয়া থেকে জানা যাই অনেক ব্যবহারকারী এর ছবি, দাম ও স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
ফোনটিতে 6.88 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। পেছনে রয়েছে 32 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। প্রসেসর হিসেবে থাকছে Unisoc T7250 চিপসেট।
ফেসবুকের বিভিন্ন পোস্ট অনুযায়ী, বাংলাদেশে Redmi A5 এর 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা। 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ফোনটি কালো, বেইজ, নীল ও সবুজ রঙে পাওয়া যাচ্ছে।
প্রো ম্যাক্সের দিন শেষ? আসছে আইফোন ১৭ আল্ট্রা!
Redmi এখনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফোনের দাম ও প্রাপ্যতা সম্পর্কে কিছু জানায়নি। তবে আগেই তাদের ফেসবুক পেজে ফোনটির আসার ইঙ্গিত দিয়েছিল।
ব্যাটারি পারফরম্যান্সের দিক থেকে Redmi A5 রয়েছে ৫,২০০mAh ব্যাটারি। যাতে ১৮W চার্জিং সাপোর্ট করে। তবে কোন এক তথ্য সূত্রে জানতে পারি বক্সের ভিতার ১৫W চার্জার দেওয়া হচ্ছে। এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

গুজব অনুযায়ী Redmi A5 বিশ্ব বাজারে Poco C71 নামে লঞ্চ হতে পারে। এই ফোনটি গত বছরের Redmi A4 তুলনায় কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে। আগের মডেলে ৪nm Snapdragon 4s Gen 2 চিপসেট ছিল।
২০২৪ সালের নভেম্বরে ভারতে Redmi A4 5G লঞ্চ হয়েছিল। যার 4GB + 64GB ভেরিয়েন্টের দাম ছিল ৮,৪৯৯ টাকা।
কম বাজেটের ভিতর ভালো একটি স্মার্টফোন খুঁজে থাকলে Redmi A5 4G বেস্ট ফোন। চলুন দেখে নিই ফোনটির ফুল স্পেসিফিকেশন।
Redmi A5 4G ফুল স্পেসিফিকেশন
ডিসপ্লে ও ডিজাইন
- ৬.৮৮ ইঞ্চির HD+ আইপিএস এলসিডি ডিসপ্লে।
- ওয়াটারড্রপ-স্টাইল নচ দেওয়া হয়েছে।
- বডির ডিজাইন বেশ সিম্পল।
- কালো, নীল, সবুজ এবং সিলভার এই চারটি রঙে পাওয়া যাচ্ছে।

পারফরম্যান্স ও হার্ডওয়্যার
প্রসেসর: Unisoc T7250 চিপসেট।
RAM ও স্টোরেজ: ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ।
মাইক্রোএসডি কার্ড: থাকছে।
ক্যামেরা সেটআপ
পেছনের ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল।
সামনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল।
ভিডিও রেকর্ডিং: 1080p (ফুল এইচডি)।
ব্যাটারি ও চার্জিং: ৫২০০mAh ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং।
অন্যান্য ফিচার
অপারেটিং সিস্টেম: Android ১৪।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড-মাউন্টেড।
ফেস আনলক: থাকবে।
ডুয়াল সিম: হ্যাঁ।
নেটওয়ার্ক: 4G সাপোর্ট করবে।
অডিও জ্যাক: ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকছে।
চার্জিং পোর্ট: USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ