ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে গিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে দ. আফ্রিকার। দলের জন্য ব্যাটিং বিপর্যয়ের দিনে, একাই লড়াই করেছেন মিডিল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার। শুরুতে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম সারির ব্যাটসম্যানদের বিদায়ের পর, ডেভিড মিলার ও হেনরি ক্লেসেনের সাথে ১১৩ বলে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন।
সাউদ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১১৯ রান। তারপর ক্লেসেন ৪৮ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কা হাকিয়ে ৪৭ রান করে সাঁঝ ঘরে ফেরেন। এরপর সপ্তম উইকেটে জেরাল্ড কোয়েটজির সঙ্গে ৭৬ বলে ৫৩ রানের জুটি গড়েন ডেভিড মিলার। তাদের জুটিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দ্বারায় ৬ উইকেটে ১৭২ রান। এরপর মাত্র ৪০ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
১১.৫ ওভারে ৪ ব্যাটসম্যান ২৪ রানে আউট হওয়ার পর ডেভিড মিলার ব্যাটিংয়ে আসেন। ৪৭.২তম ওভারে মিলার আউট হয়, তখন দক্ষিণ আফ্রিকা দলের রান সংগ্রহ ২০৩।
দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে মিলার ১১৬ বলে ১০১ রান করেন, আটটি চার ও ছয়টি ছক্কা হাকিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। এরপর কাগিসো রাবাদা মাত্র ৯ রানে আউট হয়ে গেলে ৪৯.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে যাই দক্ষিণ আফ্রিকা।
(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)