বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের টি টোয়েন্টি খেলা ইতিমধ্যেই শেষ হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশ দল পরাজয় বরণ করে। টাইগাররা এখন লঙ্কানদের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের লক্ষ্য নিয়ে আগামী বুধবার (১৩ মার্চ) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দলগুলো চট্টগ্রামে এসে পৌছেসে।
ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই, মাঠে বসে খেলা দেখার জন্য শুরু করে দিয়েছে ১ম ম্যাচের টিকিট কিনতে। বিসিবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টিকিটের মূল্য প্রকাশ করে দিয়েছেন। আজ সোমবার থেকে অনলাইনে কেনা যাবে ম্যাচের টিকিট।
সর্বনিম্ন 200 টাকায় চট্টগ্রামের দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। এই টাকা দিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ পশ্চিমাঞ্চল থেকে দেখা যাবে। ইস্টার্ন স্ট্যান্ড টিকিটের মূল্য 300 টাকা। ক্লাব হাউস থেকে খেলা দেখতে খরচ হবে 5০০ টাকা। এছাড়া আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। তবে গ্র্যান্ড স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ 1,500 টাকায়।
Ticket Price
Bangladesh Vs Sri Lanka ODI Match (Chattogram Venue)#BCB #Cricket #BANvSL #BDCricket #LiveCrcket #Bangladesh #HomeSeries #odiseries pic.twitter.com/XEy89RrlkU— Bangladesh Cricket (@BCBtigers) March 10, 2024
১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। সকাল ১০টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে Follow করুন খেলাটুডে গুগল নিউজ, খেলাটুডে ফেসবুক পেজ।