অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বাজারে এল Vivo V50 Lite 4G আর আসার পর থেকেই যেন একপ্রকার হইচই পড়ে গেছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। Vivo জনপ্রিয় V সিরিজে নতুন সদস্য হিসেবে যুক্ত হওয়া ফোনটি ডিজাইন, ফিচার ও পারফরম্যান্স সব দিক থেকেই বেশ নজর কাড়ছে।
গত ২৪ ঘণ্টার মধ্যেই বিশ্বের নামী টেক প্ল্যাটফর্মগুলো ফোনটির পুরো স্পেসিফিকেশন আর রিভিউ প্রকাশ করেছে। আর সেখান থেকেই বোঝা যাচ্ছে ফোনটি আসলে বানানো হয়েছে তরুণদের কথা মাথায় রেখেই। যারা চায় একসাথে স্টাইল, পারফরম্যান্স এবং বাজেটের একটা ভালো কম্বিনেশন তাদের জন্য এটা নিঃসন্দেহে হতে পারে এক দারুণ অপশন।
ডিজাইনটা দারুণ, প্রিমিয়াম লুক। হালকা ওজনের হলেও হাতে নিয়ে ব্যবহার করলে বোঝা যায় ফোনটি বেশ কমফোর্টেবল। ডিসপ্লেটা বড়, ব্রাইটনেসও ভালো ভিডিও দেখা বা গেম খেলার জন্য একদম পারফেক্ট বলা যায়।
বাংলাদেশ ভারত – দুই দেশের বাজারে ইতিমধ্যেই ফোনটি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে বেশ ভালোই। অনেকে এর অপেক্ষায় ছিলেন বহুদিন ধরেই। এখন যারা মাঝারি বাজেটে ভালো ব্র্যান্ড, আকর্ষণীয় ডিজাইন ফিচারের ফোন খুঁজছেন Vivo V50 Lite 4G হতে পারে একেবারে উপযুক্ত পছন্দ।
Vivo V50 Lite 4G ফুল স্পেসিফিকেশন
বৈশিষ্ট্য | বিবরণ |
---|---|
মডেল | Vivo V50 Lite 4G |
প্রসেসর | Qualcomm Snapdragon 685 (6nm), Octa-core (4×2.8 GHz + 4×1.9 GHz) |
GPU | Adreno 610 |
RAM ও স্টোরেজ | 8GB RAM + 128GB / 256GB UFS 2.2 |
ডিসপ্লে | 6.77″ AMOLED, 120Hz রিফ্রেশ রেট, 1800 nits পিক ব্রাইটনেস |
রেজোলিউশন | 1080 x 2392 পিক্সেল (~388 ppi) |
রিয়ার ক্যামেরা | 50MP (Sony IMX882) + 2MP (ডেপথ), Aura Light, 1080p@30fps ভিডিও |
সেলফি ক্যামেরা | 32MP, f/2.45, 1080p@30fps ভিডিও |
ব্যাটারি | 6500mAh Li-ion (BlueVolt), 90W ফাস্ট চার্জ (0-100% ≈ 58 মিনিট), 6W রিভার্স চার্জ |
অপারেটিং সিস্টেম | Android 15, Funtouch OS 15 |
সাউন্ড | ডুয়াল স্টেরিও স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক নেই |
সেন্সর | ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলোমিটার, জাইরো, কম্পাস, প্রক্সিমিটি |
নেটওয়ার্ক | 4G LTE, ডুয়াল সিম (Nano-SIM + Nano-SIM) |
NFC | সমর্থিত নয় (বাংলাদেশে) |
IP রেটিং | IP65 (ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট) |
ডিজাইন ও ওজন | 163.8 x 76.3 x 7.8 mm, 196g, প্লাস্টিক ফ্রেম ও ব্যাক |
রঙ | গোল্ড, পার্পল, গ্রিন, ব্ল্যাক (দেশভেদে ভিন্ন হতে পারে) |
মূল্য (বাংলাদেশ) | আনুমানিক ৳28,000 – ৳32,000 (8GB+128GB ভ্যারিয়েন্ট) |

বাংলাদেশ, ভারত ও বৈশ্বিক বাজারে ফোনটির দাম কেমন?
নতুন ফোন মানেই সবার আগে যেটা জানার আগ্রহ হয় সেটা হলো “দাম কত?” সেই দিক থেকে দেখতে গেলে Vivo V50 Lite 4G প্রাইজটা বাজেট মধ্যে থাকছে বলে আশা করা যায়।
নিচে দেশের ভিত্তিতে দামগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
দেশ | দাম (প্রায়) | ভ্যারিয়েন্ট |
---|---|---|
বাংলাদেশ | ৳২৮০০০-৩২০০০ | 8GB RAM + 128GB Storage |
ভারত | ₹১৪,৯৯৯ (প্রত্যাশিত) | 8GB RAM + 128GB Storage |
ফিলিপাইন | ₱৯,৯৯৯ | – |
মালয়েশিয়া | RM ৭৪৯ | – |
ইউরোপ | €১৪৯ | – |
প্রশ্ন ও সমাধান
১. Vivo V50 Lite 4G এর ব্যাটারি কত mAh?
উত্তর: এই ফোনে রয়েছে ৬৫০০mAh শক্তিশালী ব্যাটারি। সঙ্গে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার ফুল চার্জ দিলেই সারা দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। চ্যাটিং, ভিডিও দেখা, গেম খেলা সবই চলবে সহজে।
২. বাংলাদেশে Vivo V50 Lite 4G-এর দাম কত?
উত্তর: বাংলাদেশের বাজারে এই ফোনের ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির আনুমানিক দাম রাখা হয়েছে ২৮,০০০ থেকে ৩২,০০০ টাকা।
৩. Vivo V50 Lite 4G এতে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে?
উত্তর: ফোনটিতে Snapdragon 685 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। যা তৈরি হয়েছে ৬nm টেকনোলজিতে। ফলে পারফরম্যান্স আর পাওয়ার কনজাম্পশন দুটোরই দারুণ ব্যালেন্স মেলে।
৪. Vivo V50 Lite 4G-তে কি AMOLED ডিসপ্লে আছে?
উত্তর: জি হ্যাঁ, এখানে আপনি পাচ্ছেন ৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। স্ক্রল করা হোক কিংবা ভিডিও দেখা সবকিছু হবে অনেক স্মুথ আর চোখে আরামদায়ক।
৫. Vivo V50 Lite 4G কোন কোন রঙে পাওয়া যাবে?
উত্তর: বাজারে এসেছে দুটি দারুণ স্টাইলিশ রঙে Crystal Blue এবং Black Diamond। রঙগুলো এমনভাবে ডিজাইন করা যে হাতে নিলেই প্রিমিয়াম লুক ফিল হবে।