গত কয়েক বছর ধরেই টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি শ্রীলঙ্কায়। তারপরেও এবারের বিশ্বকাপ ক্রিকেট আসরে খুব একটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। দেশটি এরই মধ্যে ক্রিকেট বোর্ডের দুর্নীতি, সরকারী হস্তেক্ষেপের কারণে শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেট নিয়স্ত্রক সংস্থা আইসিসি। রাতে এই সিদ্ধান্ত জানায় আইসিসি।
বিশ্বকাপ যাত্রা শেষ করে নিজ দেশে ফিরেছেন শ্রীলঙ্কান ক্রিকেটারা। দেশে পা না দিতেই খারাপ খবর পেল ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কাকে বরখাস্ত করল আইসিসি। এখন চিন্তার বিষয় নিষেধাজ্ঞায় তারা ক্রিকেট চালাবে কিভাবে।
শঙ্কা তৈরি হয়েছে আগামী বছরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন দেশ ছিল শ্রীলঙ্কা। সবমিলিয়ে ক্ষাণিকটা বিপাকে রয়েছে শ্রীলঙ্কা।
গত ৬ নভেম্বর সম্পূর্ণ ক্রিকেট বোর্ড বরখাস্ত করে দয়ে দেশটির ক্রিড়া মন্ত্রণালয়। আইসিসির নিয়ম অনুসারে বোর্ডে কোন প্রকার সরকারি হস্তক্ষেপ থাকবে না। ফলে খুব বেশি প্রভাবে দেখাতে পারবে না মন্ত্রণালয়।
(খেলাটুডের সকল প্রকার আপডেট পেতে গুগল নিউজ ফলো করুন।)